দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৯ ১৫:৩৫:৩৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ১৩৩ বারে ৬৮ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০১ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২০ বারে ১২ লাখ ৩৪ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিনো বাংলার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১০২ বারে ১১ লাখ ৫৩ হাজার ৯৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট এ্যালায়েন্সের ৫.৪৭ শতাংশ, জেমিনি সী ফুডসের ৩.৮৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৩.৬৯ শতাংশ, ইস্টার্ণ হাউজিংয়ের ৩.৩৩ শতাংশ, সী পার্লের ২.৯৮ শতাংশ, শরমিতা হাসপাতালের ২.৩৭ শতাংশ ও মনোস্পুল পেপারের ২.১৭ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস