নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পদ্মাবতীর আখ্যান’ মঞ্চস্থ

আপডেট: ২০১৬-০৪-১৬ ১০:৩৭:৩৯


Azizar 2পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় স্টুডিও থিয়েটার হলে নাটক ‘‘পদ্মানদীর আখ্যান’’ মঞ্চস্থ হয়েছে। মহাদেব কন্যা পদ্মাবতীর চাঁদ সওদাগর কর্তৃক পূজা প্রাপ্তির আকাংখা প্রকাশ করেন। গত বৃহস্পতি বার পয়লা বৈশাখ এ নাটকটি মঞ্চস্থ হয়।

কিন্তু চাঁদ সওদাগর মহাদেবের পূজারী। তিনি পদ্মাবতীর পূজা দিতে কোন ভাবেই রাজি নন। শুরু হয় পদ্মাবতী আর চাঁদ সওদাগরের ক্ষমতা মৃত্যুর ঘটনার ধারাবাহিকতায় এগিয়ে যায় নাটকের কাহিনী। বেহুলা ও লহ্মিন্দারের বাসর ঘরে পদ্মাবতী কর্তৃক লহ্মিন্দারকে দংশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে নাটকের।

নাটকটির রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন উক্ত বিভাগের প্রভাষক নুসরাত শারমিন তানিয়া। নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘মনসা মঙ্গল’ বাংলা সাহিত্যের এক উল্লেখ্যযোগ্য ও জনপ্রিয় মহাকাব্য। কবি বিজয়গুপ্ত ও রাধানাথ রায় চৌধুরীর পদ্মপুরাণ অবলম্বনে এই নাটক আমি রচনা করার প্রয়াস করেছি।

নাটকটিতে বিশ্ব শান্তির স্বপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টার (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থীরা। পহেলা বৈশাখ উপলক্ষে পরিবেশিত এই পালা নাট্যের মঞ্চায়নে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা, সহকারী অধ্যাপক ইসমত আরা ভূঁইয়া ইলা, প্রভাষক, নীলা সাহা সহ বিভাগের অন্যান্য বর্ষের শিক্ষার্থীবৃন্দ। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই নাটকটি অসংখ্য দর্শক উপভোগ করেন।

সানবিডি/ঢাকা/এসএস