ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-৩০ ০৯:২৫:১৫
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (৩০ জানুয়ারি) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
রাজবাড়ী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার সকাল পর্যন্ত ফেরিঘাটে পারের অপেক্ষায় ৩০টি যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পবিহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, রোববার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এম জি