মেয়র মান্নান ফের গ্রেপ্তার

প্রকাশ: ২০১৬-০৪-১৬ ১০:৪৬:২৮


mannanগাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে নাশকতার একটি মামলায় তাকে সালনা এলাকার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, নাশকতার একটি মামলায় সিটি মেয়র মান্নানকে ফের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার চান্দনা চৌরাস্তায় বাসে আগুন দেয়ার ঘটনায়ও তার ইন্ধন থাকতে পা্রে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদালত থেকে জামিন পান মেয়র মান্নান। তিনি সর্বমোট ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।

গত বছর ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার ডিওএসএইচ (বারিধারা) বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গ্রেপ্তার হওয়ায় পর ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ওই বছরের আগস্টে মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ইতোমধ্যে দুইটি মামলায় তার নামে চার্জশিট দাখিল করা হয়েছে।

সানবিডি/ঢাকা/বিএম/এসএস