শাড়ি পরতে ‘কোমর’ লাগে!

প্রকাশ: ২০১৬-০৪-১৬ ১১:২৬:৪২


shovaশোভা দে লেখিকা, কলামিস্ট হিসেবেই বিখ্যাত। লেখিকা থেকে কি এখন ফ্যাশন ক্রিটিক হতে চাইছেন শোভা দে?

শুনতে অবাক লাগলেও ‘ডাচেস অফ ক্যামব্রিজ’ কেট মিডলটনকে নিয়ে শোভা দে যা বললেন, তা শুনে মনে হতে পারে, ভারতের বিখ্যাত লেখিকা বুঝি এখন নিজেকে ‘ফ্যাশনিস্তা’ বলে প্রমাণ করতে চাইছেন।

লেখাজোখা ফেলে ভারতে এসে কেট কেন শাড়ি পরেননি, এ নিয়ে অন্দরমহলে যে গুঞ্জনের ঝড় উঠেছিল তা এবার টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসলেন শোভা।

ভারতীয় নারীদের পিত্তি জ্বলুনির শরিক হয়ে শোভা খানিকটা কটাক্ষের সুরেই বলেছেন, গাউন পরার জন্য উপযুক্ত কেটের কোমর। কিন্তু শাড়ি সব সময় ‘কোমরের খাঁজ’ (কার্ভ) চায়। শাড়ি সবসময় আরও কিছু দাবি করে, যেটা কেটের নেই।

সম্প্রতি ভারত সফরে আসেন বিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন রাজদম্পতি। পার্টি করেছেন বলিউডের একাধিক সেলিব্রিটির সঙ্গে। ব্রিটিশ রাজদম্পতির সঙ্গে দেখা করতে হাজির ছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া বচ্চন, করণ জহর, মাধুরী দীক্ষিতসহ একাধিক সেলিব্রিটি।

এরপর ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আসামে গেছেন উইলিয়াম-কেট। ঘুরেছেন কাজিরাঙা অভয়ারণ্যও। উত্তর-পূর্বের সফর সেরে ভুটানে পাড়ি দিয়েছেন ব্রিটিশ রাজদম্পতি।

ভারতে আসার পর নানা রকম গাউনেই দেখা গেছে কেটকে। আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে পোশাক বেছেছেন কেট। কিন্তু, এবার সেই পোশাক নিয়েই খানিকটা মন্তব্য করে বসলেন শোভা দে।

সানবিডি/ঢাকা/জে/এসএস