কুমিল্লায় আসছেন নারিন-রাসেল, রংপুরে মুজিব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-৩০ ১৫:১৭:৫৫


এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু থেকেই বেশ বিপাকে ফ্রাঞ্চাইজিরা। ভালো কোনো বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না, এ শঙ্কা যখন বড় হয়ে দেখা দিয়েছিলো, তখন পাকিস্তানি ক্রিকেটাররা এসে সেই শঙ্কা কিছুটা দুর করেন। যদিও এর মধ্যে বিদেশি কিছু ক্রিকেটার বাংলাদেশে খেলতে এসে ২-৩ ম্যাচ খেলেই চলে যান, যোগ দেন আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে।

তবে, এবার আর পাকিস্তানি ক্রিকেটারদেরও ধরে রাখতে পারছে না ফ্রাঞ্চাইজিগুলো। কারণ, পিএসএল শুরু হয়ে যাবে ১৩ ফেব্রুয়ারি। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড পিসিবি।

সে নির্দেশের আলোকে বিপিএলের সিলেট পর্ব শেষেই বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরে যাবেন। নকআউট পর্ব শুরু হওয়ার আগে বিদেশি ক্রিকেটারশূন্য হয়ে যাওয়ায় মোটামুটি বিপাকেই পড়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

এ ঘাটতি পোষাতে অন্য দেশগুলোর ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই মধ্যে কিছুটা সুফল পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্সও নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়ে আসছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চুক্তি করে ফেলেছেন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের সঙ্গে। টিমসূত্রে জানা গেছে, ক্যারিবীয় এ দুই ক্রিকেটার ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন।

ইংলিশ ক্রিকেটার মঈন আলির সঙ্গেও যোগাযোগ করছে কুমিল্লা। সব ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে বিপিএলের শেষ পর্বে। এছাড়া চুক্তি রয়েছে ডেভিড মালানের সঙ্গে। শুরুতে দুটি ম্যাচ খেলেছেনও তিনি। সুযোগ পেলে তিনিও আসতে পারেন শেষ দিকে।

ফরচুন বরিশাল যেহেতু তিন পাকিস্তানি ইফতিখার আহমেদ, হায়দার আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে হারাচ্ছে, সে কারণে দ্রুতই তারা নিয়ে আসছে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। ৭ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছানোর কথা তার। পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদিরকেও দেখা যেতে পারে দলটিতে। এমনকি ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোরও বরিশালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বড় দান মেরেছে সম্ভবত রংপুর রাইডার্স। তারা দলে নিয়েছে আফগান সুপারস্টার মুজিবুর রহমানকে। এক সূত্রে জানা গেছে, ম্যাচপ্রতি ২৫ হাজার ডলার সম্মানীতে রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষেই। দলটিতে এরই মধ্যে খেলছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। মোহাম্মদ এহসান যোগ দেবেন ১ ফেব্রুয়ারি।

খুলনা টাইগার্সে খেলছেন এন্ড্রু বার্লবিনি এবং মার্ক দেয়াল খেলছেন। ক্যারিবীয় অলরাউন্ডার মার্ক রোববারই দলের সঙ্গে হোটেলে উঠেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারকে দলে নিয়েছে।

আই এইচ