আর কোনো রোহিঙ্গা নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-৩১ ১৬:৩২:৫৮
পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেছেন, শূন্য রেখায় বহুদিন ধরে থাকা রোহিঙ্গাদের নিবন্ধন দেয়া হচ্ছে। তবে নতুন করে কোনো রোহিঙ্গা নেবে না বাংলাদেশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বললেন, জিরো লাইনে যারা অবস্থান করতো, তারা মাদকের সাথে সম্পৃক্ত থাকায় ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ। সেই সমস্যার এখন সমাধান হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশে মনোনীত ৪ দেশের অস্থায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এ কে আব্দুল মোমেন। যাদের মধ্যে ছিলেন কিউবার আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লোটফি এবং এসওয়াতিনি মেনজিসিফো লামিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাদের স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেন।
এম জি