নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ: ২০১৬-০৪-১৭ ১০:২৯:২৭
নাটোর সদরে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খলিলুর রহমান (৪০) ও শ্যামাপদ (৩৫)। তাদের বাড়ি নাটোরের বড়াইগ্রামে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পিটিআই মোড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।