আইসিটি বিভাগে নতুন সচিব সামসুল আরেফিন
আপডেট: ২০২৩-০৩-১৫ ২০:২১:১৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. সামসুল আরেফিন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান।
মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সমন্বয় ও সংস্কার সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনার মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আই এইচ