আকরিক লোহার দাম কমলো
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০১ ১১:২৬:৫৬
অবশেষে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমলো। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে শক্ত ধাতুটির চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। ফলে লৌহ আকরিকের দর নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৭২ ইউয়ান বা ১২৯ ডলার ০৯ সেন্টে।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে (এসজিএক্স) বেঞ্চমার্ক আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২৭ ডলারে।
চীনে এখন চলছে নতুন চন্দ্রবর্ষের ছুটি। ফলে দেশটির কল-কারখানায় কর্মকাণ্ড সামান্য কমেছে। এতে ইস্পাত উৎপাদন ধীর হয়েছে। ফলে আকরিক লোহার চাহিদা কমেছে। স্বাভাবিকভাবেই দামি ধাতুটির দাম পড়েছে।
কিছু দিন আগে করোনা বিধিনিষেধ তুলে নেয় চীন। ফলে দেশটির শিল্প-কারখানায় পুনরায় কার্যক্রম শুরু হয়। এতে আকরিকের লোহার দাম দ্রুতগতিতে বাড়তে থাকে। প্রতি টনের মূল্য ১৩০ ডলারের ওপরে উঠে যায়।
পরিপ্রেক্ষিতে তাতে লাগাম টানার ঘোষণা দেয় চীনা সরকার। যে কারণেও কঠিন ধাতুটির দরপতন হয়েছে। তবে কী পরিমাণ মূল্য কমানো হবে তা জানায়নি তারা।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ঝংঝোউ ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, আকরিক লোহার দাম আরও কমার ঝুঁকি এখনো আছে।
এম জি