জবিতে ‘জয়তু বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: ২০১৬-০৪-১৭ ১৮:৫৬:৫৭


Book Innogrationমুজিবনগর দিবস উপলক্ষে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামী পন্থি শিক্ষকদের সংগঠন নীলদলের কর্তৃক প্রকাশিত ‘জয়তু বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার দুপুর আড়াইটায় জবি ভিসি কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় জবি নীল দলের সাধারন সম্পাদক আবুল কালাম মোঃ লুৎফর রহমান জানান, ‘জয়তু বঙ্গবন্ধু’ বইটিতে জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জবি ভিসি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রাবন্ধিক ড. মিল্টন বিশ্বাস, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, অধ্যাপক মুনতাসীর মামুন এবং সাংবাদিক বেবী মওদুদসহ বিভিন্ন বিখ্যাত লেখককের ১৯টি প্রবন্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে সাতটি কবিতা রয়েছে।

বইটি সম্পাদনা করেছেন জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জবি ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া, নীলদলের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন প্রমুখ।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস