দুর্নীতি-লুটপাট বন্ধ করলেই নিত্যপণ্যের দাম কমানো সম্ভব: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০২ ১৭:০২:২৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বমন্দার কথা বলে লাভ নেই। দুর্নীতি আর লুটপাট বন্ধ করলেই বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম কমানো সম্ভব।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এমন অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না। জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করছে। ক্ষমতাসীনরা নির্বাচনী ব্যবস্থাসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করতেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি পালন করছে ক্ষমতাসীনরা। গণতন্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।
এম জি