কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০২ ১৭:৫৮:০৫


জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কারামুক্তির পর টুকুকে কারাফটকের সামনে যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। টুকুকে শুভেচ্ছা জানাতে আগে থেকেই কারাফটকের সামনে মোনায়েম মুন্নাসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে রাতে ঢাকার আমিনবাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করে পুলিশ। তখন টুকুর সঙ্গে যুবদলের সহসভাপতি নরুল ইসলাম নয়নকেও গ্রেপ্তার করা হয়। নয়ন কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।

এম জি