রাজধানীতে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৪-১৮ ১৫:০৭:৪৩


Dhanmondi20160418084011রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় ইব্রাহিম (৩০) নামে এক প্রতিবন্ধী অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার সকালে ধানমন্ডি ৩ নম্বরে ল্যাব এইডের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী ঝুমুর আকতার জানান, তারা রায়েরবাজার পেট্রেলপাম্পের পাশে ভাড়া থাকেন। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় স্বামী ইব্রাহিম ডান পা দিয়ে কাজ করতে পারত না। এ কারণে সে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো।

ঝুমুর আকতার জানান, প্রতিদিনের ন্যায় ইব্রাহিম আজও ভোর ৬ টায় অটো নিয়ে বের হয়। পরে দুর্ঘটনার খবর শুনতে পাই।

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে ধানমন্ডি ৩ নম্বরে ল্যাব এইডের পাশে বাসের ধাক্কায় গুরুতর আহত হন অটোরিকশা চালক ইব্রাহিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ইব্রাহিমের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখানে। তার পিতার নাম মৃত শামসুল হক। ময়না তদস্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো