জেনেভা ক্যাম্পের ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-০৩ ১০:৪৩:৫২
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণী মারা গেছেন। নিহতের নাম শিল্পী আক্তার (২৫)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সেলিম বলেন, বিকেলে পাঁচ তলার ছাদে কাপড় নাড়তে গিয়ে অসতর্কতাবশত টিনশেড ঘরের ওপর পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ছয় নম্বর এরিয়ার ওই ভবনের তৃতীয় তলায় থাকি।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবগত করেছি।