বিমানবন্দরে চাকা ফেটে রানওয়েতে আটকা পড়লো বিমান

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০২-০৩ ১৬:৫২:৩৬


সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকা পড়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এর একটি উড়োজাহাজ ঢাকা যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইটটি উড্ডয়নকালে রানওয়েতেই উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এরপর রানওয়েতে বিমানটি আটকা পড়ে। তখন থেকে বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ আছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, চাকা ফেটে যাওয়ার শব্দে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমান চলাচল বন্ধ থাকায় ২-৩টি ফ্লাইটের শিডিউল কিছুটা বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুই ঘণ্টা ২৭ মিনিট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। বর্তমানে রানওয়ে ক্লিয়ার আছে। শিডিউল অনুযায়ী উড়োজাহাজ ওঠানামা করবে। তবে এখনো কোনো ফ্লাইট ওসমানীতে ওঠানামা করেনি।

এম জি