লেনদেন কমার সপ্তাহে বেড়েছে বাজার মূলধন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০২-০৪ ১১:২৬:১৫


বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন কমেছে। ওই সময় লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। গেল সপ্তায় বেড়েছে মূলধন পরিমাণ। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩১১ কোটি ২৩ লাখ টাকা।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৩ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক .৫৮ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক .০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ২ হাজার ২৩০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির , কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ১০৪ কোটি ৫৫ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৫৪ কোটি ২ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ১২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস