তিন ঘণ্টা আগেই শুরু বিএনপির বিভাগীয় সমাবেশ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০৪ ১৩:২৬:৩২
খুলনায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর কেসিসি মার্কেট চত্বরে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের জেলা-উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে জড়ো হচ্ছেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ স্থলসহ আশপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয় ভাবে দেশের সকল বিভাগীয় সদরে এই সমাবেশ সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
আই এইচ