বরিশাল বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে : শিল্পমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০৪ ১৭:২৩:১৫
বরিশাল বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শৈল্পিক বিপ্লব।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধির সঙ্গে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান ও বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমানসহ আরও অনেকে।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান প্রমুখ।
আই এইচ