ভারতের অসম্মতি: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৫ ১৪:১৮:৩৪


চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান।তবে ভারত পাকিস্তানে খেলতে অসম্মতি জানানোয় বিপাকে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাহরাইনে হওয়া সর্বশেষ সভাতে এই নিয়ে কোন সমাধানে পৌঁছানো যায়নি। আগামী মাসে আরেকটি সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় আলোচনার বিষয় ছিল এশিয়া কাপ নিয়ে। সেখানে মুখোমুখি হয়েছিলেন ভারতের জয় শাহ ও পাকিস্তানের নাজাম শেঠি। যেখানে নমনীয় হয়েছেন শেঠি, সব মেনে নিয়ে নিরপেক্ষ ভেন্যু ঠিক করতে বলেছেন তিনি।

মূলত শেঠির আহ্বানেই এসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর ক্রিকেট বোর্ডের প্রধানেরা বাহরাইনে একত্র হয়েছিলেন। সভায় জয় শাহ এশিয়া কাপের ভেন্যু হিসেবে আরব আমিরাতের নাম প্রস্তাব করেছেন। মার্চে আবারও সভা হওয়ার কথা। সেখানেই চূড়ান্ত হবে ২০২৩ এশিয়া কাপের আয়োজক দেশের নাম। এশিয়া কাপের উপর নির্ভর করছে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও। সেই টুর্নামেন্টও আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে।

এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের পরবর্তী বৈঠকের পর সর্বশেষ সিদ্ধান্ত জানানো হবে।

গত অক্টোবরে এসিসির সভাপতি ও বিসিসিআইর সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই হবে কারণ ভারত পাকিস্তানে ভ্রমণ করবে না। এরপর তীব্র প্রতিক্রিয়া আসে পাকিস্তানের পক্ষ থেকে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এমন কড়া মন্তব্য আসে পিসিবির পক্ষ থেকে।

এনজে