ঢামেকে ডায়ালাইসিস সেন্টারের এসিতে আগুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-০৫ ১৯:১৮:৩৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, একটি এসির আউটডোর ইউনিটে আগুন লেগেছিল। বেলা ৩টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩টা ১২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডের সময় রোগীদের ডায়ালাইসিস চলছিল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের আতঙ্কে কিছু সময় ডায়ালাইসিস বন্ধ রেখে পরে পুনরায় চালু করা হয়েছে। রোগীদের ডায়ালাইসিস শেষ হলে পুরো বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করে দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বেশ কিছু তার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। এসব তার এসির হতে পারে। এসব অতি দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে।
এম জি