রামপুরায় আবাসিক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৬ ১২:০৭:১৩
রাজধানীর রামপুরা বাজারের একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সোমবার ভোর পৌনে ৬টার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লেগেছে বলে জানান তিনি।
আগুনে ভবনের নিচে থাকা বেশ কয়েকটি জুতার দোকান পুড়ে গেছে। ভবনটির দোতলাতেও অনেক ক্ষতি হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এম জি