সুলতানের প্রথম দর্শনেই সালমানের বাজিমাত
প্রকাশ: ২০১৬-০৪-১৮ ১৮:৪৮:৩০
সাম্প্রতিক সময়ে ফ্যান্টাসি আর কমেডিতে আক্রান্ত বলিউড। মাঝখানে বড় বড় তারকরাও সেই পথে হেঁটেছিলেন। ব্যবসায় খুব একটা লস না খেলেও অভিনয় নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলিউড খান সাহেবরা।
সবরকম সমালোচনার জবাব দিতে এরইমধ্যে নতুন রুপে হাজির হয়েছেন বড় খান শাহরুখ। ফ্যান দিয়ে বাজিমাত করেছেন। এবার সালমান ও আমিরের পালা। আমিরের ‘দঙ্গল’র কোনো ভাব বুঝা না গেলেও সম্প্রতি প্রকাশ হয়েছে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’র টিজার। সেখানে কুস্তিগীরের ভূমিকায় সাল্লু মিয়াকে দেখেই মুগ্ধ বলিউডপ্রেমীরা। বলঅ হচ্ছে যারা সালমান ভক্ত নন, তারাও নাকি এই ছবি দেখার লোভ সামলাতে পারবেন না। ‘সুলতান’-এর টিজারে নাকি এতটাই চমকে দিয়েছেন সালমান।
প্রথমে প্রকাশ হলো ছবিটির অফিশিয়াল পোস্টার। তার কয়েক ঘণ্টা পরেই সালমান-অানুশকা অভিনীত ‘সুলতান’র প্রথম অফিশিয়াল ট্রেলার রিলিজ হলো ১১ এপ্রিল। এক সপ্তাহের ব্যবধানে ট্রেলারটি দেখা হয়ে গেছ এক কোটিরও বেশিবার! বুঝাই যাচ্ছে রাজার হালেই ফিরছেন সালমান।
সানবিডি/ঢাকা/আহো