যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত, আশঙ্কাজনক ৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০৭ ১২:২৮:০৩


যশোরের মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এরা সবাই মাইক্রোবাস আরোহী ছিলেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর-কেশবপুর উপজেলা সীমান্তবর্তী ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিধান চন্দ্র রায় (৫৮) বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।

আহতরা হলেন খুলনা মহানগরের শেখপাড়ার বানিয়া খামার এলাকার গোলাম নবীর ছেলে এমএম জোয়ার্দ্দার ও তার তিন বোন একই এলাকার হোসনে আরা বেগম (৫৪), শওকত আরা জোয়ার্দ্দার (৫০) ও জেলি জোয়ার্দ্দার (৫৭) এবং মাইক্রোবাস চালক মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিটন হোসেন (৪৮)।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, আহতদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন তিনি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই একজন মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘনায় আহত শওকত আরা বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত মামলায় হাজিরা দিতে তারা ঝিনাইদহ আদালতে যাচ্ছিলেন।

আহত এম এম জোয়ার্দ্দার নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বলেন, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ওভারটেক করলে তাদের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সহকর্মী বিধান চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যান।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আই এইচ