পেরুতে ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৭ ১৪:৫২:২৭


পেরুর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) তথ্যটি জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জন সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গম মিসকি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে হতাহতদের। সেখানে ভেঙে পড়েছে কমপক্ষে ৬৩০টি ঘরবাড়ি ও স্থাপনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে, এসব স্থাপনার নিচে অনেকে চাপা পড়ে আছেন।

উদ্ধারকাজে ভারী ক্রেন ও বুলডোজার ব্যবহারের দাবি তুলেছেন এলাকাবাসী। কিন্তু, বৈরী আবহাওয়া এবং মাটি নরম থাকায় সেখানে ভারী যানবাহন ঢোকানোও হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ। কারণ, সাত আরোহীর মরদেহসহ একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে দুর্গত এলাকায়। ধারণা করা হচ্ছে, কাঁদামাটির টানেই সেটি বিপদে পড়েছিলো। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চললেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট