আকরিক লোহার দরপতন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১০:৩৫:০৩


চীনের বন্দরে বন্দরে লৌহ আকরিকের মজুত বাড়ছে। সেই সঙ্গে চাহিদাও দুর্বল হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম অব্যাহতভাবে কমছে। মঙ্গলবারও (৭ ফেব্রুয়ারি) শক্ত ধাতুটির ব্যাপক দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এদিন চীনের কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৩৭ ইউয়ান বা ১২৩ ডলার ৪১ সেন্টে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির উপাদানটির আগামী মার্চের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২১ ডলার ৭০ সেন্টে।

স্টিলহোম কনসালটেন্সি প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চীনের বন্দরগুলোতে লৌহ আকরিক মজুত হয়েছে ১৩৬ দশমিক ৫ মিলিয়ন টন। গত ডিসেম্বরের শুরুর পর থেকে যা সর্বোচ্চ।

এম জি