মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৩:৫৭:২৮


চট্টগ্রামভাইয়ের সঙ্গে রাগ করে নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা শেলী শীল (৩৫)। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী দক্ষিণ কুঞ্জরী বটতল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কিভাবে তাদের মৃত্যু হয়েছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মুন্সি অসীম শীলের স্ত্রী শেলী শীল। সোমবার বিকেলে নিজের ভাইয়ের সঙ্গে শেলী শীলের ভোটার আইডি কার্ড নিয়ে বাকবিতণ্ডা হয়। শেলীর ভাই বাকবিতণ্ডার পর নিজ বাড়িতে চলে যান। স্বামী অসীম শীলও সকালে পটিয়া কোর্টে কর্মস্থলে চলে যান।

বেলা ১১টার দিকে স্থানীয়রা শেলী শীলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অসীম শীলের ঘরে ৫ বছরের শিশু অন্তরা শীলের মরদেহও মেঝেতে পড়ে আছে। আশপাশে বেশ কিছু বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে সেগুলো বিষের বোতল হতে পারে। তবে শিশু অন্তরাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো