মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৪:৪৫:৫৭


ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে ভারতের পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম। তিনি শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে। লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।

আই এইচ