তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১০ হাজার ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৫:২১:১৮
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে, দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ১০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৭ হাজার ১১জন। অন্যদিকে বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ২৮০ জন নিহত হয়েছে। এছাড়া সিরীয় সরকারের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১ হাজার ২৫০ জন মারা গেছে। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।
এম জি