রেকর্ড উচ্চতায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৭:২৫:৫৪
কূটনৈতিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে অবনতি হলেও গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সরকারি পরিসংখ্যানের বরাতে বিবিসি জানিয়েছে, ২০২২ সালে দুই দেশের মধ্যে মোট ৬৯০ দশমিক ৬ বিলিয়ন ডলারের আমদানি-রফতানি বাণিজ্য হয়েছে।
নতুন পরিসংখ্যানের চিত্র বলছে, গত বছর চীন থেকে ৫৩৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ে মার্কিন ক্রেতারা সবচেয়ে বেশি কিনেছেন চীনে তৈরি করা খেলনা ও মোবাইল ফোনের মতো পণ্য।
একই সময়ে চীনে মার্কিন রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে।
যদিও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে দেশ দুইটির মধ্যে কিছু কিছু পণ্যের বাণিজ্য বেড়েছে, তবে নতুন এ পরিসংখ্যান দেশ দুইটির একে অপরের ওপর নির্ভরতার দিকেই ইঙ্গিত দেয়।
২০১৮ সালে থেকে বিশ্বের এই বৃহত্তম অর্থনীতি দুইটির মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব চলছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘গোয়েন্দা বেলুন’ নিয়ে দেশ দুইটির সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের দাবি, বেলুনটি তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল। তবে চীন বলেছে, ‘গোয়েন্দা বেলুন নয়, ওটা একটা এয়ারশিপ ছিল।’
এএ