ঢাকায় নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৮:২৫:০৮
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সারাহ কুক। তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস এ তথ্য জানিয়েছে।
সারাহ কুক বর্তমানে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামী এপ্রিল বা মে মাসে বাংলাদেশে দায়িত্ব নেবেন।
২০১৯ সালের মার্চ মাসে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন রবার্ট চ্যাটার্টন ডিকসন।
এএ