বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৮ ২০:৪২:৪৯
গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সমগ্র নরসিংদী শহর/পৌর এলাকায় সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ সমগ্র নরসিংদী শহর/পৌর এলাকায় বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সময়ে শিলমান্দি, পাঁচদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এএ