রাবিতে ‘রাষ্টীয় প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চতকরণের নাগরিক সনদ’ শীর্ষক সেমিনার
প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৫:৪৪:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এন্ড কলেজে ‘রাষ্টীয় প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চতকরণের নাগরিক সনদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মানবাধিকার ও নাগরিক শিক্ষা বিষয়ক সংগঠন চেঞ্জ মেকারস এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
চেঞ্জ মেকারস এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকীর সঞ্চালনা ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক।
মত বিনিময় সভায় নাগরিক সনদ, তথ্য অধিকার আইন, মানবধিকার, মৌলিক অধিকার, সংবিধান, জাতীয় সংসদ, গণতন্ত্র, সুশাসন নাগরিক দায়িত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
মানবাধিকার ও নাগরিক শিক্ষাবিষয়ক সংগঠন চেঞ্জ মেকারস এর উদ্যোগে ও ঢাকাস্থ আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা মূল আলোচনা ও উপস্থাপনার পরে প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন। এ সময় স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , নাগরিক শিক্ষাবিষয়ক নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার ২ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকের সাথে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো