দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০৯ ০৯:৪৮:১৯


ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে যাত্রী ও যানবাহন।

এম জি