রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে ডিবি আহত

প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৬:১৫:৪৫


news_imgরাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে ছিনতাইকারীর গুলিতে ডিবি পুলিশের এক সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। আহত ডিবি পুলিশের নাম মাহবুব আলম। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিবির ডিসি মাহবুল আলম জানান, আটককৃত কয়েকজন ছিনতাইকারীর তথ্য মতে মঙ্গলবার দুপুর পৌনে ১টায় তাঁতীবাজার মোড়ে অভিযানে যাই। সেখানে পৌঁছালে ছিনতাইকারীরা দূর থেকে গুলি ছোড়ে। এসময় মাহবুবের ডান পায়ের গোড়ালিতে এক রাউন্ড গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। এসময় ছিনতাইকারীরা পালিয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু পায়ের গোড়ালিতে গুলি লেগেছে তাই তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

সানবিডি/ঢাকা/আহো