তাঁতিবাজারে ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত
প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৭:৪০:৪০
রাজধানীর তাঁতিবাজার এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে তার গুলিতে আহত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাহবুব হোসেন (৩৫)।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডিবির পূর্বজনের উপকমিশনার (ডিসি) মাহবুব আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁতিবাজার এলাকায় দুপুর ২টার দিকে ছিনতাইকারী ধরতে এক অভিযানে যান। তখন ছিনতাইকারীর গুলিতে তিনি আহত হন।
ডিসি মাহবুব আরও জানান, গুলি এসআইয়ের ডান পায়ের হাঁটুর নিচে লেগেছে। তিনি এখন জরুরি বিভাগে চিকিৎসারত আছেন।
অভিযানের বিস্তারিত তথ্য দেননি ডিসি মাহবুব।
সানবিডি/ঢাকা/টিআর/এসএস