জনশক্তি ইস্যু
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৯ ২১:০৭:১৩
মালয়েশিয়ার নবনিযুক্ত মানবসম্পদমন্ত্রী শিবাকুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে তারা মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং স্বল্প ব্যয়ে অধিক সংখ্যক কর্মী প্রেরণে বর্তমানে প্রচলিত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণে সম্ভাব্য পদক্ষেপসমূহ প্রস্তাবনা আকারে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া বাংলাদেশের হাইকমিশনার কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুততর করতে দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের আহ্বান জানান। এরপর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার গুরুত্ব বিবেচনায় আগামী মার্চ মাসে আয়োজনের প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অন্যতম বৃহত্তর সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীকে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন বলে মালয়েশিয়ান মন্ত্রীকে হাইকমিশনার অবহিত করেন।
সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, হাইকমিশনের মিনিস্টার শ্রম মো. নাজমুছ সাদাত সেলিম, কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, শ্রম শাখার প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান, শ্রম শাখার দ্বিতীয় সচিব সুমন চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষ উভয় পক্ষ বাংলাদেশ এবং মালয়েশিয়ার পারস্পরিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।
এএ