বই পড়ে দেখুন, মিথ্যাচার বিশ্বাস করবেন ‍না

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১০ ১৭:১২:৫২


ধর্ম একটি পবিত্র জিনিস বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।তিনি বলেন, এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক না। বইয়ের মধ্যে কী আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কী বলে সেটি বিশ্বাস করবেন না।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো, আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দেব। এই দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই। তার পরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’

তিনি আরো বলেন, ‘ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক? কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন, সব সময় যারা নৌকার কাজ করে, যারা শেখ হাসিনার কর্মী, তাদের হাতে কোনো দিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী প্রমুখ।

ডা. দীপু মনি এদিন নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন।

শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন। আগামীকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করবেন তিনি।

এনজে