শেরপুরে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১১ ১৫:৪৬:১৯


শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- তানজিল ইসলাম শাকিল (২৩) ও রিফাত হোসেন (২৩)।

স্থানীয়রা জানায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শেরপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র তানজিল ইসলাম শাকিল, কুসুম্বী ইউনিয়নের চকপোতা গ্রামের মঞ্জুর খানের ছেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র রিফাত হোসেন এবং একই ইউনিয়নের পাকুরিয়া পাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে অনার্স ১ম বর্ষে ছাত্র মেসবাহ উদ্দিন শুক্রবার দুপুরে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে এক বিয়ের বরযাত্রী হয়ে যান।

খাওয়া শেষ করে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে তারা শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা বেইলি ব্রিজে পৌঁছালে সামনে একটি ট্রাক দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নাম ফলকে আছড়ে পড়েন। এতে দুইজন আহত অবস্থায় সড়কে পড়েন এবং অপরজন ব্রিজের নিচে পানিতে পড়ে যান।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিল ইসলাম শাকিলকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৯টায় স্থানীয় জনগণ নিখোঁজ রিফাত হোসেনের লাশ ব্রিজের নিচে পানির ভিতর থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, লাশ দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এনজে