বিএনপির আগুন সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করেছে আনসাররা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১২ ১৪:১৩:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখন জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করছিল, তখন আনসার সদস্যরা যার যার এলাকায় মানুষকে রক্ষা করেছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সখিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় কাজ করেছে আনসার বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরকার প্রধান বলেন, কোন বাহিনীর কী প্রয়োজন সেটা সরকারের মাথায় আছে। তাই দাবির কোনো প্রয়োজন নেই। সরকার নিজ উদ্যোগে সব প্রয়োজন মেটাতে কাজ করে যাচ্ছে।
বাঁধা পেরিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা পেতে অনাবাদী জমিতে ফসল ফলানোর আহবানও জানান তিনি।
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এ বছর ৮ শ্রেণিতে ১৮০ জন আনসার সদস্যকে সমাবেশে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এম জি