মিরাজ ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর বরিশালের

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০২-১২ ১৫:৩৯:৫৫


রাউন্ড রবিন লিগের শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিলো ফরচুন বরিশাল। যে কারণে দ্বিতীয় স্থানে থাকা দলটিকে নেমে যেতে হয়েছে চতুর্থ স্থানে এবং খেলতে হচ্ছে এলিমিনেটর রাউন্ড। তবে নক আউটের এই পর্বে এসে রংপুর রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজ ঝড়ে রংপুরের সামনে ১৭০ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে বরিশাল। ৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মিরাজ। ৯টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদও ছোট্ট একটি ঝড় তুলেছিলেন। ২১ বলে তিনি খেলেছেন ৩৪ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও ছিল তার ব্যাটে। এছাড়া আফগান ব্যাটার করিম জানাত শেষ মুহূর্তে ২৫ বলে ৩৩ রান করে বড় স্কোর গড়তে বেশ সহায়তা করেন।

টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। নিজেরা নেয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে ক্যারিয়ান আন্দ্রে ফ্লেচারকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন মিরাজ। ৬ষ্ঠ ওভারে গিয়ে ফ্লেচার ১৬ বলে ১২ রান করে আউট হয়ে যান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মিরাজ মিলে গড়েন ৬৯ রানের জুটি।

দাসুন সানাকার বলো মাহমুদউল্লাহ বোল্ড হয়ে গেলে মাঠে নামেন করিম জানাত। এই জুটিটা বড় হয়নি। ১২৬ রানের মাথায় মিরাজ আউট হয়ে যান। জুটি হয়ে মাত্র ১১ রানের। এরপর করিম জানাত আর ভানুকা রাজাপাকসে মিলে রংপুরের বাকি রানগুলো সংগ্রহ করেন। রাজাপাকসে ১৭ রানে অপরাজিত থাকে।

রংপুরের হয়ে ২ উইকেট নেন শ্রীলঙ্কান দাসুন সানাকা এবং ১টি উইকেট নেন রাকিবুল হাসান।

ফরচুন বরিশাল একাদশ

মেহেদী হাসান মিরাজ, আন্দ্রে ফ্লেচার, মাহমুদউল্লাহ রিয়াদ, করিম জানাত, ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস।

রংপুর রাইডার্স একাদশ

মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শামিম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রাকিবুল হাসান, হাসান মাহমুদ, মাহেদি হাসান, ডোয়াইন ব্র্যাভো, মুজিব-উর রহমান, নিকোলাস পুরান, দাসুন সানাকা।

আই এইচ