দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১২ ১৫:৫৪:২০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৫ বারে ৪ লাখ ৮৬ হাজার ৬৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ ।  ফান্ডটি ১১ বারে ২ লাখ ১২ হাজার ৩১৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩৯ বারে ১ লাখ ৮৪ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ব্যাংকের ২.০০ শতাংশ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১.৫৭ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ১.৫৬ শতাংশ, বাটা সু কোম্পানির ১.০০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.৬৫ শতাংশ, বিচ হ্যাচারির ০.৫৭ শতাংশ এবং রেকিট বেনকিজার ০.০০২১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস