রাজবাড়ীতে দেয়াল ধসে প্রাণ গেল যুবকের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১২ ১৬:০১:৫০
রাজবাড়ীতে দেয়াল ধসে চাপা পড়ে মোহাম্মদ বাঙ্কার বাবু (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাতে রাজবাড়ী পৌর শহরের কাটাইখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাবু রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন পাড়ার বাসিন্দা ছিলেন।
বাবুর বোন মমতাজ বেগম জানান, তার ভাই মাইক্রোবাস চালাতেন। কী কারণে তিনি রাতে ওই স্থানে গিয়েছিলেন তা তারা জানেন না।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক মুরাদ হোসেন জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আবর্জনা ফেলা হয়। শনিবার রাতে বাবু ওই স্থানে গেলে দেয়াল ধসে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে স্থানীয়রা বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আই এইচ