সাকিবের মেইডেন উইকেট সত্ত্বেও উড়ছে রংপুর

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০২-১২ ১৬:২৪:৩৩


বিপিএলের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দারুণভাবে জমে উঠেছে। বরিশালের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাওয়ারপ্লের মধ্যে ভালো-মন্দ দুই চিত্র দেখে ফেলেছে দুই দলই।

পাওয়ারপ্লের প্রথম তিন ওভার ছিল বরিশালের। শেষের তিন ওভার নিজেদের করে নিয়েছে রংপুর শিবির। প্রথম তিন ওভারের মধ্যে বরিশাল রংপুরের ১ উইকেট তুলে নিয়ে দিয়েছিল মাত্র ৮ রান। কিন্তু বাকি ৩ ওভারে বরিশালের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে ৪৭ রান তুলেছে রংপুর।

প্রথম পাওয়ারপ্লে শেষে রংপুর তোলে ১ উইকেট হারিয়ে ৫৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৭ ওভার ২ বল শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। এদিন বরিশালের পক্ষে বোলিং ইনিংস শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান। বল হাতে নিয়ে প্রথম চার বল ডট দেন নাঈম শেখকে। ডটের চাপে পড়ে মারতে গিয়েই ক্যাচ তুলে দেন নাঈম। সেই ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুলই করেননি প্রোটিয়ান পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। কেবল উইকেট নেওয়া নয় সাকিব ওভারটি মেডেন দিয়ে শুরু করেন।

এদিন তিনে পাঠানো হয় শামীম পাটওয়ারিকে। এসেই বল ডট দিয়ে চাপে পড়ে যান এই ব্যাটসম্যানও। নিজের প্রথম রান পেতে শামীমকে খেলতে হয় পাক্কা ৬ বল। রংপুর প্রথম দুই ওভার থেকে তুলতে পারে মোটে ৬ রান।

রংপুরের ইনিংসের প্রথম বাউন্ডারি আসে শামীমের ব্যাট থেকেই। সাকিবের করা দ্বিতীয় ওভার থেকে। সাকিবের করা সেই ওভার থেকে ১ চারে আসে ৬ রান। তবে পরের ওভারে এসে রংপুরের ব্যাটসম্যানরা ১৭ রান তুলে নেয়।

আই এইচ