সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০২-১২ ২৩:০৯:৪৪
সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করল এনপিও সায়েন্স ফোরাম ২১। রোববার অর্ধশতাধিক শিশুকে নিয়ে মেট্রো রেলে চড়ার স্বপ্ন পূরণ করা হয়। যৌথভাবে বাস্তায়ন করে এনপিও সায়েন্স ফোরাম ২১, বাংলাদেশ সায়েন্স সোসাইটি ও এক রঙা এক ঘুড়ি। সহযোগীতায় ছিলো জেসিআই ঢাকা নর্থ, অ্যাভান্ট ডিজাইন স্টুডিও এবং সানশাইন চ্যারিটিজ ।
সোহাগ স্বপ্নধারা পাঠশালা এবং ঘুড়ি ইশকুলের অর্ধশতাধিক শিক্ষার্থীকে (বয়স: ৬-১৪ বছর) মেট্রো রেলে চড়ানোর মতো ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে সংগঠনগুলো।
সকাল সাড়ে ৮টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজক ও শিক্ষার্থীরা মিলিত হন। এর পর নাম নিবন্ধন ও সকালের নাশতা করান আয়োজকরা। নাস্তা সেরে মেট্রো রেলে চড়ে উত্তরায় যায় সুবিধাবঞ্চিত শিশুরা। এই সময়ে আয়োজকরা তাদেরকে মেট্রো রেলের প্রযুক্তিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। আগারগাঁও পৌঁছাবার পর রিফ্রেশমেন্ট পর্ব সেরে স্টেশনেই আয়োজন করা হয় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার। যেখানে নিজেদের সৃজনশীলতার পরিচয় তুলে ধরেন অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। এরপর পুনরায় এই শিক্ষার্থীদের নিয়ে মেট্রো রেলে চড়েই ফেরত আসা হয় পল্লবীতে।
আয়োজকরা জানান, জাতি হিসেবে বাংলাদেশের অর্জনে নতুন সোনার পালক হিসেবে যুক্ত হলো মেট্রো রেল। যে ট্রেনে চড়ার দৃশ্য এতদিন বাঙালি হিসেবে আমরা কেবল বিদেশি টিভি প্রতিবেদন, সিনেমা ও সিরিয়ালগুলোতে দেখে এসেছি, সেটাই এখন বাস্তব অর্জন হয়ে এসেছে আমাদের জীবনে।
তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। তারা জানান, সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও বড় পরিসরে নানা কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।