কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৩ ১২:১৪:৩১
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইটের ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই এলাকার চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঈদগাঁও কলেজের গেইটে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই এইচ