‘নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী নির্বাচনে ভূমিকা রাখলে খুশি হবে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৩ ১৬:০৩:০৭


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিনা প্রতিদ্বন্দিতায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী জাতীয় নির্বাচনে সংবিধান অনুযায়ী ভূমিকা রাখলে খুশি হবে আওয়ামী লীগ।

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী এবং আগুন সন্ত্রাসে বিশ্বাসী, এমন কাউকে রাষ্ট্রপতি করেনি আওয়ামী লীগ।

গণতন্ত্র ও সংবিধান নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ কারণে রাষ্ট্রপতি নিয়ে তাদের মাথাব্যথা না থাকাই স্বাভাবিক।

এম জি