মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৩ ১৬:২১:৫৩


রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সতর্কবার্তায় বলা হয়, যুদ্ধের জেরে নাগরিকদের গ্রেফতার কিংবা হয়রানি করতে পারে রুশ আইন প্রয়োগকারী সংস্থা। খবর রয়টার্সের।

মস্কোর মার্কিন দূতাবাস জানায়, রাশিয়ায় বসবাসকারী সকল নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয়া হচ্ছে।

এর আগেও গেল বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের রাশিয়া ভ্রমণ করার ব্যাপারে সতর্ক করেছিলো।

এম জি