বিমানবন্দর থে‌কে ৪২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৩ ১৬:২৮:৪৭


রাজধানীর বিমানবন্দর এলাকা থে‌কে রোববার রা‌তে ৪২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃ‌তের নাম- মো. আল মামুন (৩৩)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ জা‌নি‌য়ে‌ছে, গোপন ত‌থ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালায় ব‌্যাটা‌লিয়‌নের এক‌টি দল। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল‌্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃ‌তের কাছ থে‌কে পাওয়া ত‌থ্যের বরাত দি‌য়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব‌্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধ‌রে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থে‌কে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দা‌য়ের করা হয়েছে।

আই এইচ