বিডি থাই ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৪ ১২:৩৮:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৬ টাকা।
এদিকে অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরে একই সময়ে মুনাফা হয়েছিল ০.৩১ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা।
এম জি